ঢাকা Saturday, 20 April 2024

করোনা : বেড়েছে শনাক্ত, মৃত্যু ১

স্টার সংবাদ

প্রকাশিত: 22:06, 15 September 2022

করোনা : বেড়েছে শনাক্ত, মৃত্যু ১

ফাইল ছবি

দেশে করোনায় দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাস শনাক্ত হয়েছে আরো ৪৩৮ জনের দেহে। এই সময়ে মারা গেছে আরো একজন। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবারের তুলনায় বৃহস্পতিবার করোনা শনাক্ত বেড়েছে। বুধবার পূর্ববর্তী একদিনে শনাক্ত পাওয়া গিয়েছিল ৪০২ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৪৩৮ জন। তবে মৃত্যুর সংখ্যা গতকালও একই ছিল, একজন। 

অধিদফতরের তথ্যমতে, এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৭ জন। অন্যদিকে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। আগের দিন এ হার ছিল ৮ দশমিক ৪১ শতাংশ। 

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।