ঢাকা Wednesday, 27 September 2023

করোনা : মৃত্যুহীন দিনে শনাক্ত ২১৬

স্টার সংবাদ

প্রকাশিত: 01:49, 8 August 2022

করোনা : মৃত্যুহীন দিনে শনাক্ত ২১৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। প্রায় পাঁচ সপ্তাহ পর এই ভাইরাসে কারো মৃত্যুহীন একটি দিন দেখল দেশ। অবশ্য এই সময়ে নতুন আরো ২১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। 

রোববার (৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

এর আগে গত ২৯ জুন সর্বশেষ কোভিডে মৃত্যুহীন দিন পেয়েছিল বাংলাদেশ। মাঝে কিছুদিন সংক্রমণ বেড়ে যাওয়ায় গত পাঁচ সপ্তাহে প্রতিদিনই কোথাও না কোথাও মৃত্যু হয়েছিল।

অধিদফতর জানায়, গত একদিনে ৪ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২১৬ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জনে। অন্যদিকে গত একদিনে কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৩০৪ জন রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৭২০ জন। তাদের নিয়ে কোভিডমুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৪৮ হাজার ২৭ জনে।