ঢাকা Thursday, 25 April 2024

রাজধানীতে কলেরার টিকা পেয়েছেন সাড়ে ২৩ লাখ মানুষ

স্টার সংবাদ

প্রকাশিত: 23:09, 4 July 2022

রাজধানীতে কলেরার টিকা পেয়েছেন সাড়ে ২৩ লাখ মানুষ

রাজধানীর পাঁচটি এলাকায় গত এক সপ্তাহে ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে কলেরার টিকা দেয়া হয়েছে। সোমবার (৪ জুলাই) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই তথ্য জানিয়েছে। 

জানা গেছে, গত ২৬ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে রাজধানীর দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় এই টিকা খাওয়ানো হয়। সবচেয়ে বেশি টিকা দেয়া হয়েছে মিরপুর এলাকায়। এই এলাকায় ৬ লাখ ৪০ হাজার ৩২ জনকে এই টিকা খাওয়ানো হয়েছে।

আরো জানা গেছে, ১৪ দিন পর কলেরার টিকার দ্বিতীয় ডোজ খাওয়ানোর কথা।

সম্প্রতি রাজধানী ও এর আশপাশের এলাকায় ডায়রিয়া ও কলেরার প্রকোপ বেশি দেখা দেয়। আইসিডিডিআরবির হাসপাতালে আসা রোগীদের ৫০ শতাংশ এসেছিল এই পাঁচ এলাকা থেকে। এই এলাকাগুলোকে সাতদিনে ৩০ লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল।

সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখা এই বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। কর্মসূচিটি বাস্তবায়ন করেছে আইসিডিডিআরবি। এই কার্যক্রমে সহায়তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।