ঢাকা Tuesday, 16 April 2024

দেশে করোনায় মৃত্যু কমল, বাড়ল শনাক্ত

স্টার সংবাদ

প্রকাশিত: 23:26, 3 July 2022

আপডেট: 23:26, 3 July 2022

দেশে করোনায় মৃত্যু কমল, বাড়ল শনাক্ত

দেশে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। রোববার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯০২ জন।

জানা গেছে, গত একদিনে মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের। 

এর আগে অধিদফতর গতকাল শনিবার (২ জুলাই) জানিয়েছিল, পূর্ববর্তী একদিনে করোনায় আক্রান্ত ছয়জনের মৃত্যু মৃত্যু হয়েছে। সে সময়ে ১ হাজার ১০৫ জনের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়। অর্থাৎ একদিনের ব্যবধানে দৈনিক মৃত্যু তিনগুণ কমলেও শনাক্ত বেড়েছে। 

নতুন মৃত্যু ও শনাক্ত ধরে দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৬২ জনের। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৩০৭ জন। ফলে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ২৪৬টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ।