ঢাকা Saturday, 20 April 2024

আরো ৩৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

স্টার সংবাদ

প্রকাশিত: 23:31, 30 June 2022

আপডেট: 03:35, 1 July 2022

আরো ৩৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশে মোট ১২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১২৮। তাদের মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১২২ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ছয়জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় সর্বমোট এক হাজার ৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।