ঢাকা Thursday, 25 April 2024

হাজার ছাড়াল দৈনিক শনাক্ত, মৃত্যু ১

স্টার সংবাদ

প্রকাশিত: 23:01, 22 June 2022

হাজার ছাড়াল দৈনিক শনাক্ত, মৃত্যু ১

ফাইল ছবি

দীর্ঘ চার মাস পর দেশে দৈনিক করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে আরো ১ হাজার ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। 

অধিদফতরের বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ গতকাল মঙ্গলবারের (২১ জুন) তুলনায় আজ বুধবার শনাক্তের হারও বেশি। 

এর আগে সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি একদিনে এর চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ১ হাজার ৪০৬ জনের কোভিড শনাক্ত হয়। 

গত তিন সপ্তাহ ধরে শনাক্ত বাড়তে থাকলেও মৃত্যু ছিল না। কিন্তু গত তিনদিন ধরে আবারো দিনে একজন করে মৃত্যু হচ্ছে।

নতুন রোগী নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জন। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১৩৪ জন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরো ১২২ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।