ঢাকা Thursday, 25 April 2024

দেশে একদিনে আরো ২৩ জন করোনায় আক্রান্ত

স্টার সংবাদ

প্রকাশিত: 23:01, 27 May 2022

আপডেট: 23:01, 27 May 2022

দেশে একদিনে আরো ২৩ জন করোনায় আক্রান্ত

দেশে করোনা অতিমারির স্রোত এখন অনেকটাই নিম্নমুখী। সংক্রমণের সংখ্যা বেশ কম। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে আরো ২৩ জনের শরীরে। তাদের মধ্যে ১৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। তবে এ সময়ে কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। 

শুক্রবার (২৭ মে) করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ। 

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জন।

এদিকে গত একদিনে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মহামারিতে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩০ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরো ২২১ জন। ফলে এখন পর্যন্ত ১৯ লাখ ২ হাজার ১৬ জন সেরে উঠলেন এই রোগ থেকে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, নতুন শনাক্ত ২৩ রোগীর মধ্যে ১৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের চারজন এবং গাজীপুর, টাঙ্গাইল ও বগুড়ার একজন করে রোগী শনাক্ত হয়েছে।