ঢাকা Thursday, 18 April 2024

দেশে আরও ২৮ জনের করোনা শনাক্ত

স্টার সংবাদ 

প্রকাশিত: 22:46, 26 May 2022

আপডেট: 23:05, 26 May 2022

দেশে আরও ২৮ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩০ জন অপরিবর্তিত থাকল। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৮ জন। ফলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৫ জন।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৯৫ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ১ হাজার ৭৯৫ জন সেরে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। মুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশ।
নতুন শনাক্ত ২৮ রোগীর মধ্যে ১৭ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের ৪ জন, কক্সবাজারের ২ জন এবং গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী ও জয়পুরহাটের ১ জন করে রোগী শনাক্ত হয়েছে।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।