ঢাকা Friday, 26 April 2024

‘করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

স্টার সংবাদ

প্রকাশিত: 23:41, 9 April 2022

‘করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। আক্রান্তের সংখ্যা কমেছে। মৃত্যুর সংখ্যাও প্রায় শূন্যের কোঠায়। দেশে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেয়া হয়েছে। একদিনে ১ কোটি ডোজ করোনা টিকা দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ। 

তিনি আরো বলেন, বাংলাদেশে করোনার ভ্যাকসিন ব্যবস্থাপনা পদ্ধতি বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 

শনিবার (৯ এপ্রিল) সকালে মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

জানা গেছে, মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিগগির চালু হতে যাচ্ছে নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট। 

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট চালু করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু বাকি রয়েছে এই ইউনিটের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ। দ্রুততম সময়ের মধ্যে সেটাও সম্পন্ন হবে। ইতোমধ্যে হাসপাতালে এমআরআই মেশিন স্থাপন করা হয়েছে। নবজাতকদের বিশেষ পরিচর্যা ইউনিটের পাশাপাশি এমআরআই ইউনিটও উদ্বোধন করা হবে।

তিনি বলেন, হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়রিয়া ইউনিটকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া হাসপাতালে কর্তব্যরত ২২৮ জন নার্সের জন্য আবাসন তৈরি এবং চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শূন্য পদ দ্রুত পূরণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সারাদেশের হাসপাতালগুলোর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার কাজ বাস্তবায়ন করা হবে।