ঢাকা Wednesday, 24 April 2024

দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়াল, কমল মৃত্যু

স্টার সংবাদ

প্রকাশিত: 23:01, 20 January 2022

আপডেট: 01:47, 21 January 2022

দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়াল, কমল মৃত্যু

ফাইল ছবি

দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্ক-উদ্বেগ বেড়েই চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক শনাক্তের সংখ্যা। এরই মধ্যে এ সংখ্যা পেরিয়ে গেছে ১০ হাজারের ঘর। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যারা এখন সংক্রমিত হচ্ছেন তাদের মধ্যে ওমিক্রনের চেয়ে ডেল্টার ধরনেই বেশি। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরো ১০ হাজার ৮৮৮ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। একই সময়ে মারা গেছেন চারজন। আশার কথা হলো, আগের দিনের তুলনায় বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। 

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন এবং মৃতের সংখ্যা ২৮ হাজার ১৮০ জন। 

আগের দিন বুধবার (১৯ জানুয়ারি) মারা গিয়েছিলেন ১২ জন এবং করোনা শনাক্ত হয়েছিল ৯ হাজার ৫০০ জনের দেহে।

এদিকে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তে হার। বুধবার শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ। অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭৭ জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

গত একদিনে যে চারজন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ একজন ও নারী তিনজন। মৃতদের দুজন ঢাকা ও বাকি দুজন চট্টগ্রামের বাসিন্দা।