ঢাকা Friday, 26 April 2024

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত : ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত ৯৫০০

স্টার সংবাদ

প্রকাশিত: 22:38, 19 January 2022

আপডেট: 23:57, 19 January 2022

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত : ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত ৯৫০০

দেশে অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার জনেরও বেশি। একই সঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৮ হাজার ৪০৭ জন।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। আগের দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০ জন। 

এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ১৭৬ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ ঘোষণা করা হয়েছে ৪৭৩ জনকে। ফলে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৮৩০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। 

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।