ঢাকা Thursday, 28 March 2024

এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণ বেড়েছে ২২২ শতাংশ 

স্টার সংবাদ

প্রকাশিত: 22:09, 16 January 2022

আপডেট: 23:57, 16 January 2022

এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণ বেড়েছে ২২২ শতাংশ 

ফাইল ছবি

দেশে গত এক সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে ২২২ শতাংশ। রোববার (১৬ জানুয়ারি) করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, গত নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত দেশে করোনা সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি বাড়তে শুরু করে। ২০২২ সালের জানুয়ারিতে এসে আগের বছরের চিত্র অনেকটাই পাল্টে গেছে।

নাজমুল ইসলাম বলেন, অনেকেই ধারণা করছেন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণেই দেশে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ সমৃদ্ধ নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে, দেশে এখনো ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ ঘটছে এবং সারাবিশ্বে যেমন ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে।