ঢাকা Thursday, 18 April 2024

সুবর্ণচরে সয়াবিনের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: 20:07, 13 April 2021

সুবর্ণচরে সয়াবিনের বাম্পার ফলনের সম্ভাবনা

দীর্ঘদিন থেকেই সয়াবিনের আবাদ হয়ে আসছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। চলতি মৌসুমে আবাদ করা হয়েছে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে সয়াবিনের। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জমিতে রোপণ হয়েছে সয়াবিন, বর্তমানে গাছগুলো ফলন দেয়া শুরু হয়েছে।

সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ও আশপাশের গ্রামে দেখা গেছে ফসলের মাঠজুড়ে শুধুমাত্র সয়াবিনের আবাদ। সয়াবিন কাটার আগে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলার অধিকাংশ বাসিন্দা কৃষিকাজ ও মৎস্য আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করেন। সবজির জন্য অতি পরিচিত এই উপজেলায় এখন সয়াবিন চাষ হচ্ছে ব্যাপকভাবে।

এ বছর ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে সয়াবিন চাষ করা হয়েছে। আর এ সয়াবিন চাষের সঙ্গে জড়িত আছেন প্রায় ৬ হাজার কৃষক। পুষ্টিগুণে সমৃদ্ধ এ ফসল চাষ করার জন্য কৃষকদের মধ্যেও আগ্রহের কমতি নেই। কারণ সয়াবিন চাষে সার ও কীটনাশক কম ব্যবহার করতে হয়, ফলে খরচও কম হয়। তবে চাষের পরে প্রাকৃতিক দুর্যোগ হলে লোকসানে পড়তে হয় কৃষকদের।

আগামী মাসের (এপ্রিল) মধ্যে সয়াবিন কাটা হয়ে যাবে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি হেক্টরে কমপক্ষে ২ মেট্টিক টন সয়াবিন উৎপাদন হবে। স্থানীয়ভাবে সয়াবিনের চাহিদা কম থাকলেও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে উৎপাদিত সয়াবিন ক্রয় করে নিয়ে যান।

সুবর্ণচর উপজেলার কচ্ছপিয়া গ্রামের কৃষক জয়নাল আবেদীন জানান, তিনি প্রতি বছর দেড় থেকে দুই হেক্টর জমিতে সয়াবিন চাষ করে আসছেন। এ বছর সয়াবিনের গাছগুলো এখন পর্যন্ত খুবই ভালো আছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ভালো (বাম্পার) ফলনের সম্ভাবনা রয়েছে।

একই এলাকার কৃষক ইকবাল জানান, আমি প্রায় সাড়ে ৩ একর জমিতে সয়াবিন চাষ করেছি। চাষের ক্ষেত্রে আমাদের বড় সমস্যা হলো সেচের পানি । পরিকল্পিতভাবে সেচের ব্যবস্থা করতে পারলে কৃষকদের সয়াবিন চাষাবাদ খুবই লাভজনক হতো।

সুবর্ণচর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, সয়াবিন লাভজনক ফসল। খরচ কম হওয়ায় সয়াবিন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে আমরা বিভিন্ন প্রকল্প থেকে তাদের প্রশিক্ষণ দেয়া শুরু করেছি।

এ বছর প্রতি গ্রুপে তিশজন করে উচ্চফলনশীল জাতের ফসল উৎপাদনে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মানুষের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে সয়াবিন চাষাবাদ বৃদ্ধি করা প্রয়োজন। আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। একটি পর্যায়ে সয়াবিন চাষাবাদ এ উপজেলার প্রধান অর্থকরী ফসলে পরিণত হবে বলে আমাদের আশাবাদ।