
বিশ্বের নানা দেশে রয়েছে নানা আইন। তবে অনেক দেশের এমন কিছু আইন থাকে যা দৃষ্টি কারে সারা পৃথিবীর মানুষের। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সামোয়ায় রয়েছে এমন একটি আইন যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীকে মুখোমুখি হতে হয় দণ্ডের।
বিষয়টি শুনতে একটু মজার শোনালেও এ দেশে বিষয়টি যথেষ্ট গর্হিত অপরাধ হিসাবে বিবেচিত হয় দেশটিতে। তাই দণ্ডও বেশ কঠোর। এ অপরাধে ৫ বছর পর্যন্ত হাজতে কাটাতে হতে পারে স্বামীকে।
স্ত্রীর জন্মদিন স্বামী ভুলে গেলে স্ত্রী বিষয়টি পুলিশকে জানাতে পারেন। দেশটিতে স্ত্রীদের এই অভিযোগ শোনার এবং ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের বিশেষ বাহিনী রয়েছে। তারা অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়।
নিয়ম হল স্ত্রী অভিযোগ করার পর খতিয়ে দেখা হয় সংশ্লিষ্ট ব্যক্তির ওটাই প্রথমবার স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া কিনা। যদি দেখা যায় তিনি এই প্রথম স্ত্রীর জন্মদিন ভুলে গেলেন, তাহলে তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। আর যেন এমন ভুল না হয় তাও জানিয়ে দেওয়া হয় স্বামীকে।
কিন্তু দ্বিতীয়বার এমন ভুল ফের করলে তখন ওই স্বামীকে শাস্তির মুখে পড়তে হয়। এক্ষেত্রে ২ ধরনের শাস্তির বিধান রয়েছে। এমন হতে পারে যে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করা হয় অথবা রয়েছে ৫ বছর পর্যন্ত কারাবাসের বিধান। কি শাস্তি হবে তা বিচারকের ওপর নির্ভর করে।
যাতে দেশের সব বিবাহিতা মহিলা এই আইন সম্পর্কে সজাগ হন এবং প্রয়োজনে স্বামীর বিরুদ্ধে নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারেন সেজন্য দ্বীপরাষ্ট্র জুড়ে প্রচারও চালানো হয়। সামোয়ায় তাই অন্য কিছু ভুলে গেলেও ভুলেও স্ত্রীর জন্মদিন ভুলে গেলে চলবে না স্বামীদের। নাহলেই কারাবাস।