টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের ব্যক্তিগত প্রাইভেটকারে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। প্রায় একইসময়ে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনিরের বাসভবন ও মালিকানাধীন দি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) বেলা ১২ টার দিকে শহরের বটতলা, আদালত পাড়া ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ এলাকায় পৃথক এ হামলা চালানো হয়।
এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে বটতলা ও সাবালিয়া এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলা চালায় ছাত্রলীগ। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে আন্দোলনকারীদের তোপের মুখে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হয়। সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
এদিকে দুপুরে শহরের আদালতপাড়া এলাকায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনিরের বাসভবনে হামলার ঘটনা ঘটে। এ সময় সাতটি মোট সাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরে দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ এলাকায় এমপি ছোট মনিরের মালিকানাধীন দি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশনে অগ্নিসংযোগ করা হয়।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গা থেকে এসে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। সেখানে হাজার হাজার ছাত্রজনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনটি জনস্রোতে পরিণত হয়েছে। এরপর তারা বেলা সাড়ে ১১টার দিকে রাজপথ দখল করে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বর্তমানে টাঙ্গাইল শহরের রাজপথ বৈষম্যবিরোধীদের দখলে রয়েছে। সেখান থেকে শহরের বিভিন্ন জায়গায় গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ও শহরের ভেতরে ছোট যানবাহন সিমিত আকারে চলছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন জানান, আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।