ঢাকা Tuesday, 05 December 2023

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহি

স্টার সংবাদ

প্রকাশিত: 12:12, 19 November 2023

আপডেট: 12:14, 19 November 2023

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। 

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এরপর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানান এই অভিনেত্রী।

পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। ইনশাআল্লাহ, আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র জমা দেবো।’

সম্প্রতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মাহিয়া মাহিকে। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নেন তিনি।