ঢাকা Tuesday, 05 December 2023

ঢাকায় এসে বিপাকে জনপ্রিয় গায়িকা ইমন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: 21:57, 18 November 2023

আপডেট: 21:58, 18 November 2023

ঢাকায় এসে বিপাকে জনপ্রিয় গায়িকা ইমন

ঢাকায় এসে বিপদে পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। তিনি সেই বিপদ থেকে উদ্ধার পেতে ফেসবুকে সাহায্যও চেয়েছেন। 

শনিবার (১৮ নভেম্বর) ইমন চক্রবর্তীর ফেসবুক ওয়ালে দেখা যায় এমন পোস্ট। কী ছিল সেই পোস্টে?

ইমন পোস্টে লিখেছেন, ‘ঢাকায় আছি কিন্তু হটস্টার চলছে না ..... আমি কী করে ওয়ার্ল্ড কাপ দেখবো? সাজেশন দাও।’

এর অর্থ হলো, আগামীকাল ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের হটস্টার অ্যাপে ম্যাচটি লাইভ উপভোগের সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশে অ্যাপটি কাজ করছে না। আর তাতেই হতাশ হয়ে পড়েছেন ইমন চক্রবর্তী। 

তার এই পোস্ট দেখে এগিয়ে এসেছেন অনেকেই, এপার-ওপার বাংলার তার ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষীরা। তার বলেছেন, ওই অ্যাপটি বাংলাদেশে চলে না। অন্য কোনো মাধ্যমে তাকে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে হবে।