
প্রেমে ব্যর্থ হয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। পরে বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এই নায়িকাকে। কিন্তু সেখানে ভিন্ন নামে ভর্তি করা হয় তিশাকে।
জানা যায়, স্কয়ার হাসপাতালে সিসিইউ নয়, তিশাকে ছয়তলার হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে, তবে ভিন্ন নামে। হাসপাতালের কয়েকজন কর্মী নাম না-প্রকাশ করার শর্তে জানান, তানজিন তিশাকে ‘নাহার’ নামে ভর্তি করা হয়েছে। তাকে আড়াল করতেই এই চেষ্টা।
হাসপাতালের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীরা জানান, সকালেই তানজিন তিশাকে দেখতে একদফা হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা মুশফিক ফারহান। সেখানে গেলে তিশার বোনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ফারহান চলে যান।
জানা যায়, দুপুরের আগে তিশাকে ১৩ তলায় কেবিনে স্থানান্তর করা হয়। দুপুরের পরপরই হাসপাতাল থেকে বাসায় যান। বাসায় ফিরেই ফেসবুকে পুরো ঘটনা জানিয়ে পোস্ট দেন এই অভিনেত্রী।
এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তানজিন তিশা বলেন, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খেয়েছি। সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।