ঢাকা Tuesday, 05 December 2023

গঙ্গার ঘাটে সানি, ভক্তদের ভিড় 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: 14:05, 17 November 2023

গঙ্গার ঘাটে সানি, ভক্তদের ভিড় 

ভারতের উত্তর প্রদেশের বারানসীতে রয়েছেন অভিনেত্রী সানি লিওন। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বারানসীতে গঙ্গা আরতি করেন এই অভিনেত্রী। সে সময় তাকে একনজর দেখতে আর ছবি তুলতে ভিড় জমান ভক্তরা। 

এদিন গোলাপি রঙের সালোয়ার পরেছিলেন সানি। গলায় ছিল গাদা ফুলের মালা। ব্যাপক ভিড়ের মধ্যেই গঙ্গা আরতি পূজা সারেন অভিনেত্রী। তার সঙ্গে ছিলেন অভিনেতা অভিষেক সিংও।

একাধিক রিপোর্ট অনুযায়ী, নিজেদের ‘থার্ড পার্টি’ গানের প্রমোশন করতে বারানসী উড়ে যান তারা।

সানিকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিল ওই এলাকায়। পূজার রীতিনীতি পালন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে অনুরাগ কাশ্য়প পরিচালিত ‘কেনেডি’। যে ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। গ্ল্যামার কুইন সানি এই ছবিতে ধরা দিয়েছেন একদম অচেনা অবতারে। এই ছবির প্রিমিয়ারে সানির অভিনয় দেখে আপ্লুত চলচ্চিত্র উৎসবের দর্শকরা। সানি যে এমন অভিনয় করতে পারেন, তা ভাবতেই পারেননি কেউ।

পরিচালক মহেশ ভাটের নজরে পড়ে ‘জিসম ২’ ছবি থেকে বলিউডে পা সানি লিওনির। একের পর এক সিনেমা করলেও সানির শরীর থেকে পর্ন তকমা কিন্তু যায়নি। বরং তার সিনেমা মুক্তি পেলেও তাকে শুনতে হতো পর্নস্টারের কথা। সানি চেষ্টা করেছিলেন এই তকমা ভাঙতে।

সংবাদমাধ্যমকে সানি জানিয়েছিলেন, আমাকে সবাই পর্নস্টার হিসেবেই চেনে। অনেক চেষ্টা করেছি নিজের শরীর থেকে এই তকমা ঝেড়ে ফেলতে। কিন্তু পারিনি। তবে ‘কেনেডি’ দেখার পর আমাকে কেউ আর শুধু পর্নস্টার বলবে না। কেউ এটাও বলতে পারবে না যে, আমার অতীতের জন্যই এই ছবিতে সুযোগ পেয়েছি। আমি শুধুই পর্নস্টার নই!

সূত্র : হিন্দুস্তান টাইমস।