
রাঙামাটির বাঘাইছড়িতে পথের ধারে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে সড়কের উভয় পাশে পাঁচ শতাধিক কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের ২ কিলো এলাকায় সড়কের উভয় পাশে একশত কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় সহযোগিতা করেন সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির স্বেচ্ছাসেবীরা।
জানা যায়, দুই কিলো এলাকা ছাড়াও সাজেক ভ্যালি, উগলছড়ি সড়ক, বাঘাইছড়ি বায়তুশ শরফ হতে কাচালং কলেজ সড়ক, উপজেলা পরিষদ মাঠে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হবে।
হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান বলেন, সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করি। এবারের আয়োজনটি উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, বাঘাইছড়ি উপজেলার কিছু সড়ক আছে খুবই দৃষ্টিনন্দন। এই সড়ক গুলোর পাশে যদি কৃষ্ণচূড়া গাছ বড় হয়ে ফুল দেয় তখন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তাই চেষ্টা করছি সড়কের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ বান্ধব গাছের চারা রোপনের জন্য।
তিনি আরো বলেন, আমরা সচেতন নাগরিক হিসেবে সকলে যদি যার যার এলাকার সড়কের পাশে গাছ রোপণ করি, তাহলে এই গাছ বড় হয়ে আমাদের ছায়া দিবে এবং অক্সিজেন দিবে। তাই সকলের প্রতি অনুরোধ আসুন গাছ লাগাই পরিবেশের ভারসাম্য বাঁচাই।
চারা রোপণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসারের স্বামী ব্যাংকার মো: শাহনুর আলম, হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান, সভাপতি পিয়াল দত্ত, সংগঠনটির বাঘাইছড়ি ইউনিটের সহ সভাপতি মো: রিপন, সাধারণ সম্পাদক দ্যুতি চাকমা, অর্কিড চাকমা, মজিবর রহমান, রায়হানুল ইসলাম, মেহেদী হাসান সৌরভ, সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।