
ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, এদিন বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহানুর রহমান সোহান। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক-অভিনেতা ফিরোজ শাহী, নির্মাতা শাফী উদ্দিন শাফী ও প্রযোজক খোরশেদ আলম খসরু।
এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মারা যান সোহানের স্ত্রী প্রিয়া।
নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমায় জনপ্রিয়তা পান নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরে সিনেমার তারকা হয়েছেন বেশ কয়েকজন শিল্পী। তারকা গড়ার নেপথ্য কারিগর ও চলচ্চিত্র নির্মাতা বলা হয় তাকে। সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে মাধ্যমে আত্মপ্রকাশ করেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ে সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় নায়ক শাকিব খান।
নির্মাতা শিবলী সাদিকের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে সোহানের চলচ্চিত্র-জীবনের শুরু। এর আগে তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলী সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমাগুলোতে সহকারী হিসেবে কাজ করেন।
তিনি ১৯৮৮ সালে প্রধান নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। ১৯৯৩ সালে তার পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন কিংবদন্তি নায়ক সালমান শাহ, জনপ্রিয় নায়িকা মৌসুমী এবং কণ্ঠশিল্পী আগুন।
তার পরিচালিত অন্য সিনেমাগুলো হলো - ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।