ফাইল ছবি
নতুন সিনেমা নির্মাণ করছেন আমির খান অভিনীত ‘লাপতা লেডিস’ সিনেমার চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। তার সেই ছবির নায়িকা হচ্ছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ। সিনেমাটির গল্প ও পরিচালনার দায়িত্বে আছেন বিপ্লব গোস্বামী নিজেই। নাম ‘পাত্রী চাই’।
সিনেমাটিতে তাসনিয়া ফারিণের বিপরীতে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী। ইতোমধ্যেই সিনেমার সকল ধরনের কাজ সম্পন্ন হয়েছে, এখন শুটিং শুরুর অপেক্ষায় নির্মাতা।
তাসনিয়া ফারিণের অভিনয়ের বিষয়টি ভারতীয় গণমাধ্যম জানায়, ‘পুরুষতান্ত্রিক সমাজের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন বিপ্লব গোস্বামী। সিনেমার নাম পাত্রী চাই। সিনেমায় ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। আরো রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতা শঙ্কর। আসন্ন দুর্গা পূজার পর শুটিং শুরু হবে। সিনেমাটির প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্মস।’
বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে আয়োজিত হয়েছিল এক প্রতিযোগিতা। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। সেখান থেকেই বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন তিনি! বিচারকের তালিকায় রাজকুমার হিরানি, জুহি চতুর্বেদী ও অঞ্জুম রাজাবলির মতো তারকারা। সেই প্রতিযোগিতায় ৪ হাজার প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র বিপ্লবের চিত্রনাট্য।