ঢাকা Wednesday, 04 October 2023

বিয়ের জন্য পাত্র খুঁজছেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: 17:29, 10 September 2023

বিয়ের জন্য পাত্র খুঁজছেন সায়ন্তিকা

ফাইল ছবি

টালিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী ২০১২ সালে ‘আওয়ারা সিনেমায় নায়ক জিৎয়ের বিপরীতে অভিনয় করে দর্শকহৃদয়ে জয়গা করে নেন। এরপর একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে।

সায়ন্তিকা অভিনয়ের বাইরে তার নাচের জন্যও ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকেন। আর অভিনয়ের পাশাপাশি শারীরিক চর্চায়ও বেশ সক্রিয় দেখা যায় তাকে। তবে অভিনয় করলেও গত বছর রাজনীতিতে যোগ দেন তিনি। বাঁকুড়া বিধানসভা থেকে নির্বাচন করে ভোটে পরাজিত হন ‘অভিমান সিনেমার এই অভিনেত্রী।

বর্তমানে পর্দায় খুব একটা পাওয়া যায় না তাকে। রাজনীতির ময়দানে পা রেখে এই সরে যাওয়ার সিদ্ধান্ত কি না তা স্পষ্ট নয়। কারণ টলিউডের এমন অনেক মুখ রয়েছে, যারা প্রথম সারিতে কাজ করে চলেছেন, অথচ সমান তাহলে রাজনীতির ভার বহন করে চলেছেন। রাজ চক্রবর্তী, দেব, মিমি চক্রবর্তী এমন নামের অভাব নেই। তবে কেন পর্দায় নেই সায়ন্তিকা? এই প্রশ্নের জবাব এখনও স্পষ্ট নয়, তবে ভালো চরিত্রের সুযোগ পেলে যে তিনি সিনেমার কাজ ফেরাবেন না, তার প্রমাণ মিলে সেই ইতিমধ্যে।

সম্প্রতি বাংলাদেশের দুইটি সিনেমার প্রস্তাব গ্রহণ করেছেন সায়ন্তিকা। সেই সূত্রে বাংলাদেশে যাওয়া-আসার চলছে মাঝেমধ্যেই। এ তো গেল ক্যারিয়ার প্রসঙ্গ, আর ব্যক্তিগত জীবনে কবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী? বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকার জানালেন, ভালো পাত্র পেলেই বিয়ে করবেন তিনি। তবে বিয়ের আগে তো পাত্র প্রয়োজন। হাসতে হাসতে সায়ন্তিকা জানান, তিনি তার মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন, যে ইচ্ছুক সে যোগাযোগ করতে পারেন। বর্তমানে বাংলাদেশের এই দুই সিনেমার চরিত্র নিয়ে ব্যস্ত সায়ন্তিকা।