
রংপুরে দাতা সংস্থা এরাইজ হাবের আর্থিক এবং ব্রাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর সহযোগীতায় একাউন্টিবিলিটি ইন আরবান হেলথ (এরাইজ) এর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ রিজিওনাল অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকল্পভুক্ত এলাকায় নিম্ন আয়ের জনবসতি দরিদ্রও প্রান্তিক জনগনকে স্বাস্থ্যসেবা ও অধিকার সম্পর্কে স্বচেতন করতে স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাগুলোর সেবার মান ও জবাবদিহিতা শক্তিশালী করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনর( রসিক) প্রধান স্বাস্হ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ , রংপুর সিটি কর্পোরেশনর প্যানেল মেয়র মাহাবুবুর রহমান মঞ্জু ও জাহেদা আনোয়ারী,বস্তি উন্নয়ন কর্মকর্তা রসিক সেলিম মিয়া , বক্ষব্যাধি হাসপাতালের ডাঃ মাহামুদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন উন্নয়ন সহযোগী সংস্থা ইউনিসেফ,ইউএনডিপি, ওয়াল্ড ভিশন লাইট হাউস এর উন্নয়নকারী। এছাড়াও ব্রাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্রাক স্কুল অব পাবলিক হেলথ নাজিয়া ইসলাম , হেড অব রির্সাস ও মনিটরিং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর আহসান হাবিব ।সেখানে শহরের নিন্ম আয়ের জনগনের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকলে অংশগ্রহণ এ কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়।