ঢাকা Friday, 26 April 2024

মাহি ও তার সন্তানের যেন ক্ষতি না হয় : জয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: 20:41, 18 March 2023

আপডেট: 20:41, 18 March 2023

মাহি ও তার সন্তানের যেন ক্ষতি না হয় : জয়া

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহী গ্রেফতার হওয়ার পর থেকেই দেশের মিডিয়া জগতের অনেকেই তার পক্ষে দাঁড়িয়েছেন। এবার তাদের দলে যুক্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি এক ফেসবুক পোস্টে পুলিশের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে যেন সংবেদনশীল থাকবেন।’

শনিবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেন মাহিয়া মাহিকে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মাহি ও স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, মাহী নয় মাসের অন্তঃসত্ত্বা। 

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে জয়া আহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্তা। তাঁর অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’

জয়া আরো লেখেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে যেন সংবেদনশীল থাকবেন।’

এদিকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে মাহিকে হাজির করে পুলিশ। কিন্তু আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুপুরে এই আদেশ দেয়ার পর বিকালে মাহির জামিন মঞ্জুর করে পুনরায় রায় দেন আদালত। এক্ষেত্রে আদালত মাহির নয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আমলে নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান মাহিয়া মাহি।