
ছবি: ইন্টারনেট
পুত্রবধূর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে মামলা করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর মা মেহেরুন্নিসা সিদ্দিকী। এর পরই নওয়াজের স্ত্রী আলিয়া সিদ্দিকীকে তলব করেছে মুম্বাইয়ের ভারসোভা শাখার পুলিশ। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
পুলিশ জানিয়েছে, মূলত সম্পত্তি সংক্রান্ত জটিলতা থেকেই নওয়াজ, আলিয়া ও মেহেরুন্নিসার মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এ থেকেই গৃহযুদ্ধ চরমে। এছাড়া, আলিয়া তার মুখে মুখে কথা বলায় ক্ষেপে যান নওয়াজের মা। এ জন্য হেনস্তার অভিযোগে মামলা দায়ের করেন তিনি।
নওয়াজের দ্বিতীয় স্ত্রী আলিয়া। বহু বছর আগে তাদের বিয়ে হয়েছিল। দুই সন্তানকে নিয়ে সুখেই সংসার করছিলেন নওয়াজ-আলিয়া দম্পতি। তবে ২০২০ সালে বিবাহবিচ্ছেদ চান আলিয়া। এ সময় নওয়াজের ভাই শামাস সিদ্দিকীর বিরুদ্ধে মারধরে অভিযোগ আনেন তিনি। পরে ২০২১ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করেন আলিয়া।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে ছেলেমেয়েদের সময় দিতে পারত না নওয়াজ। কিন্তু এখন ওকে দেখে অবাক হচ্ছি। আমরা আবার একসঙ্গে সমস্যাগুলো মিটিয়ে নেয়ার চেষ্টা করব।