ঢাকা Tuesday, 16 April 2024

‘হিরো আলমে’র দাম ৮ লাখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: 22:28, 1 July 2022

‘হিরো আলমে’র দাম ৮ লাখ

‘হিরো আলমে’র দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। নায়ক ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব হিরো আলম নয়, এটি একটি ষাঁড়। মালিক আদর করে এর নাম রেখেছেন ‘হিরো আলম’। অবশ্য এ নিয়ে বেজার নন হিরো আলম। তার উক্তি, ‘আমার প্রতি এটা মানুষের আলাদা ভালোবাসা।’

জানা গেছে, বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার জিয়াম নামে এক যুবক শখের বসে লালনপালন করা একটি ষাঁড়ের নাম রেখেছেন ‘হিরো আলম’। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। 

সাংবাদিকরা বিষয়টি নিয়ে হিরো আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষ হিরো আলমকে ভালোবাসে বলেই কেউ গরুর নাম রাখে, কেউ ভাস্কর্য বানায়, কেউ টি-শার্ট বের করে। আমার প্রতি এটা মানুষের আলাদা ভালোবাসা।’

তিনি আরো বলেন, ‘যে লোকটি গরুর নাম রেখেছে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন - ‘আপনি মানুষের পাশে থাকেন, আপনাকে ভালোবেসেই গরুর নামটা আপনার নামে রেখেছি।’ অনেকেই আমার নাম ব্যবহার করে। এতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই।’

‘হিরো আলমে’র মালিক জিয়াম সংবাদমাধ্যমকে জানান, ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির ওজন প্রায় ৯০০ কেজি। এটিকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতি তিনি লালনপালন করে বড় করেছেন। 

আসন্ন কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত ৮ ফুট দীর্ঘ ও সাড়ে ৫ ফুট উচ্চতার ‘হিরো আলমে’র (গরু) দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। গরুটি একনজর দেখতে ভিড় করছেন স্থানীয়রা।