ঢাকা Friday, 29 March 2024

কলেজে আবর্জনা, আজিমপুর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

স্টার সংবাদ

প্রকাশিত: 19:23, 12 September 2021

কলেজে আবর্জনা, আজিমপুর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

ছবি সংগৃহীত

শ্রেণিকক্ষে ময়লা-আবর্জনা থাকায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাছিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল পরিদর্শনে গিয়ে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের  শিক্ষামন্ত্রী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা একরকম নয়। যারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে।

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রতিটি জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে এর নম্বরগুলো প্রচার করা হবে। যে কেউ এসব নম্বরে ফোন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যার কথা জানাতে পারবেন। আমরা তা সমাধানে ব্যবস্থা নেব।

দীর্ঘ দেড় বছর পর আজ রোববার থেকে শুরু হয়েছে দেশের স্কুল-কলেজে সশরীরে পাঠদান কার্যক্রম। এর প্রস্তুতি হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো আগে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেয়া হয়েছিল।