
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে।
বৃহস্পতিবার (২৫ মে) তাকে এই নিয়োগ দেয়া হয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র। এদিকে এদিনই ছিল তার প্রথম মেয়াদের শেষ কর্মদিবস।
সূত্র জানায়, সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান নিয়োগের জন্য অধ্যাপক শহীদুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। তিনজনের মধ্যে অধ্যাপক শহীদুল্লাহকেই দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়া হয়।