ঢাকা Friday, 19 April 2024

সোমবারও ৬ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

স্টার সংবাদ

প্রকাশিত: 22:21, 13 May 2023

আপডেট: 22:30, 13 May 2023

সোমবারও ৬ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের ছয় শিক্ষা বোর্ডের সোমবারেরও (১৫ মে) এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে রোববারের (১৪ মে) এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। 

শনিবার (১৩ মে) এক অফিস আদেশে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে সই করেছেন কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

আদেশে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের রোববার ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
তবে উল্লিখিত দুদিন অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গত শুক্রবার (১২ মে) ওই পাঁচ বোর্ডের রোববারের পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।  

এদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি পরীক্ষার সব নথিপত্র সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তপন কুমার। 
 
আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা রোববার (১৪ মে) বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।