ঢাকা Thursday, 25 April 2024

পাঠ্যবইয়ে ভুলের কারণ খুঁজতে ও সংশোধনে ২ কমিটি 

স্টার সংবাদ

প্রকাশিত: 17:45, 30 January 2023

পাঠ্যবইয়ে ভুলের কারণ খুঁজতে ও সংশোধনে ২ কমিটি 

পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি খুঁজে বের করে সংশোধন এবং এতে কারো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে দুটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। যে কমিটি পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি, তথ্য বিকৃতি ও ধর্মীয় উসকানিসহ বিতর্কিত অন্যান্য বিষয় চিহ্নিত করে তা সংশোধনের সুপারিশ করবে, তার প্রধান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামানকে। 

অন্যদিকে পাঠ্যবইয়ের ভুল ও বিতর্ক উসকে দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কারো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তৎপরতা আছে কি না তা তদন্ত করবে প্রশাসনিক কমিটি। এর প্রধান করার সিদ্ধান্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে।

সোমবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (২৯ জানুয়ারি) বিকালে উভয় কমিটি অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একটি কমিটিতে পাঁচজন এবং আরেকটিতে সাতজন সদস্য আছেন। এর মধ্যে পাঠ্যবইয়ে ভুল অনুসন্ধান সংক্রান্ত কমিটিকে এক মাস আর এই ভুলের জন্য দায়ীদের চিহ্নিত করা সংক্রান্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। 

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। তিনি বলেন, অনুমোদিত কমিটি কাল (আজ সোমবার) প্রকাশ করা হবে। 

এদিকে অতিরিক্ত সচিব খালেদা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, তার কাছে এখনো এ সংক্রান্ত কোনো আদেশ আসেনি। অন্যদিকে ড. ওয়াহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এনসিটিবির পাঠ্যবই সংক্রান্ত কোনো কমিটিতে আমাকে রাখা হয়েছে কি না তা আমাকে জানানো হয়নি। 

এর আগে ২৪ জানুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, পাঠ্যপুস্তক নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে। সেখানে ধর্মীয় বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা আছে। এজন্য দুটি কমিটি করা হচ্ছে। রোববারের (গতকাল) মধ্যে বিস্তারিত জানানো হবে। একটি কমিটি হচ্ছে বিশেষজ্ঞদের নিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং ধর্মীয় বিষয়ের বিশেষজ্ঞরাও কমিটিতে থাকবেন। এ বিষয়ে একটি লিংক দেয়া হবে, যেখানে দেশ-বিদেশ থেকে যেকোনো বই নিয়ে মত, আপত্তি বা পরামর্শ দেয়া যাবে। ভুল থাকলে অবশ্যই সংশোধন করা হবে।