ঢাকা Saturday, 20 April 2024

বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 02:39, 4 January 2023

বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

বরিশালের সরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ভ‌র্তি আবেদনে জালিয়াতি করায় ১৩২ শিক্ষার্থীর ভ‌র্তি বা‌তিল করা হ‌য়েছে। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ব‌রিশা‌লের অতি‌রিক্ত জেলা প্রশাসক (‌শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই।

তি‌নি ব‌লেন, তথ্যে গড়মিলের কারণে সরকা‌রি স্কু‌লে তৃতীয় শ্রেণিতে ভ‌র্তি হওয়ায় প্রথম পর্যা‌য়ে ১৩২ শিক্ষার্থীর ভ‌র্তি বা‌তিল করা হ‌য়ে‌ছে। একাধিক জন্ম‌নিবন্ধ‌ন তৈরি ক‌রে বিভিন্ন নামে ভ‌র্তির বিষয়টি ধরা পড়ে।

অতিরিক্ত জেলা প্রশাসক ব‌লেন, ব‌রিশাল সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় থে‌কে ৫১ জন, সরকা‌রি জিলা স্কুল থে‌কে ৫২ জন, স‌রকা‌রি মডেল স্কুল অ্যান্ড ক‌লে‌জের চারজন, সরকা‌রি শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত মাধ‌্যমিক বিদ‌্যালয়ের চারজন ও সরকা‌রি শহীদ আরজু ম‌নি মাধ‌্যমিক বিদ‌্যালয়ের চারজনসহ মোট ১৩২ জনের ভ‌র্তি বা‌তিল করা হ‌য়েছে। বা‌তিল প্রক্রিয়া চল‌মান।

এ বিষ‌য়ে ব‌রিশাল সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মাহাবুবা হো‌সেন ব‌লেন, তথ‌্য প‌রিবর্তন ক‌রে ডি‌জিটাল লটা‌রি‌তে একা‌ধিক আবেদন করা ভ‌র্তিগু‌লো বা‌তিল করা হ‌য়েছে।