ঢাকা Saturday, 20 April 2024

কুড়িগ্রামের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

স্টার সংবাদ

প্রকাশিত: 01:20, 23 September 2022

কুড়িগ্রামের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে কুড়িগ্রামের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে।  

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আব্দুর রহমানকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হলো।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম এ বিষয়ে জানান, প্রশ্নপত্র ফাঁস ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ পর্যন্ত কেন্দ্র সচিব, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিয়নসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরো বলেন, যারাই এ কাজে জড়িত ছিলেন তারা কেউই ছাড় পাবেন না।

এদিকে প্রশ্নফাঁসের ঘটনায় আরো দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা দুটি হলো জীববিজ্ঞান ও উচ্চতর গণিত।