ঢাকা Wednesday, 24 April 2024

এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়ল

স্টার সংবাদ

প্রকাশিত: 22:04, 15 July 2022

এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়ল

ফাইল ছবি

আবারো বাড়ানো হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা এবং ফি পরিশোধ করা যাবে ২৭ জুলাই পর্যন্ত। আগে ফরম পূরণের শেষ দিন ছিল ১৭ জুলাই।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি প্রদানের সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। 

বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। আগের ঘোষণা অনুযায়ী এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ২২ আগস্ট।  

এদিকে শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রস্তুতির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে দুই মাসের বিরতি দরকার হয়। তাই এসএসসি পরীক্ষা যদি মধ্য আগস্টে শুরু করা যায়, তাহলে এইচএসসি পরীক্ষা অক্টোবরে হতে পারে।