ঢাকা Tuesday, 23 April 2024

সময় বাড়ল এইচএসসির ফরম পূরণের 

স্টার সংবাদ

প্রকাশিত: 03:09, 21 June 2022

আপডেট: 03:09, 21 June 2022

সময় বাড়ল এইচএসসির ফরম পূরণের 

চলতি বছর এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আরো দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে বর্তমান বন্যা পরিস্থিতির জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের ফি জমা দেয়া যাবে ৭ জুলাই পর্যন্ত।

করোনা মহামারির কারণে চার মাস পিছিয়ে চলতি বছর এইচএসসি পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে সরকার এরই মধ্যে এসএসসি পরীক্ষা স্থগিত করেছে।

এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা যথাসময়ে শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ৮ জুন থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হয়েছে। আগামী ২২ জুন ছিল ফরম পূরণের শেষ দিন।