ঢাকা Friday, 26 April 2024

আয়কর বিবরণী জমার সময় বাড়াবে না এনবিআর

স্টার সংবাদ

প্রকাশিত: 00:27, 28 November 2021

আপডেট: 00:40, 28 November 2021

আয়কর বিবরণী জমার সময় বাড়াবে না এনবিআর

আয়কর বিবরণী জমা দেয়ার সময় বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেক্ষেত্রে আইন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর বা মঙ্গলবার আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময় শেষ হবে। এরপর জমা দিতে চাইলে দিতে হবে জরিমানা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন শনিবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যমকে বলেন, এবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না। কারও কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করলে বিনা জরিমানায় এক মাস সময় পাবেন।

আইন অনুযায়ী জরিমানাসহ আয়কর বিবরণী দাখিলে চার মাস পর্যন্ত সময় দেয়া রয়েছে বলেও জানান এই রাজস্ব কর্মকর্তা।

বর্তমানে দেশে ৬০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। প্রতিবছরই তাদের আয়কর বিবরণী জমা দেয়ার নিয়ম রয়েছে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ দিন। তবে করোনা অতিমারির কারণে গত বছর আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়। অবশ্য গত বছরের মতো এবারো আয়কর মেলা হচ্ছে না। তবে এনবিআর দেশের ৩১টি কর অঞ্চল ও ৬৪৯টি সার্কেলে আয়করদাতাদের প্রয়োজনীয় সব সেবা দিতে নভেম্বর মাসকে সেবা মাস হিসেবে পালন করছে।