ঢাকা Friday, 19 April 2024

দেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলারের বেশি

স্টার সংবাদ

প্রকাশিত: 21:44, 20 November 2021

দেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলারের বেশি

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন আড়াই হাজার ডলারের বেশি। আনুষ্ঠানিকভাবে আগামী ২৩ নভেম্বর এই ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (২০ নভেম্বর) সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেম আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বিদেশের মানুষও এখন বিশ্বাস করে উন্নয়নের পথে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বাংলাদেশ। কারণ এদেশের মানুষ অগ্রগতির পথে হেঁটে দেখিয়েছে। এভাবে চললে ২০৪১ সালে উন্নত দেশের কাতারে পৌঁছার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। 

মন্ত্রীর তথ্যমতে, দেশের মোট জিডিপি নির্ণয়ের জন্য নতুন করে ২০১৫-১৬-কে নতুন ভিত্তিবছর হিসেবে নির্ধারণ করা হয়েছে। এতদিন ২০০৫-২০০৬ সালকে ভিত্তিবছর হিসেবে গণনা করা হতো। নতুন ভিত্তিবছরের হিসাবে ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৪ ডলারে। অর্থাৎ এক অর্থবছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার। এটি গত অর্থবছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।