ঢাকা Saturday, 20 April 2024

প্রান্তিক বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় সঞ্চয়পত্রের নতুন মুনাফা

স্টার সংবাদ

প্রকাশিত: 00:14, 23 September 2021

আপডেট: 00:20, 23 September 2021

প্রান্তিক বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় সঞ্চয়পত্রের নতুন মুনাফা

ছবি : পিআইডি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, `...সঞ্চয়পত্রের মুনাফার হার তুলনামূলকভাবে বেশি। এ কারণে সবাই এখানে চলে এসেছে। অর্থনীতির অন্য চালিকা শক্তিগুলো এতে সমস্যায় পড়েছে। মুনাফার হার কমানো হয়েছে, তবে প্রান্তিক পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য তাদের স্বার্থের কথা বিবেচনা করে ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে হাত দেয়া হয়নি।'

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকশেষে তিনি এমন মন্তব্য করেন।

নতুন মুনাফার হারে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন কি না - এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, `নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ব্যবস্থা করে রাখা আছে।'

তিনি বলেন, ‘আমরা প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ দেখেছি। মুনাফায় হার বাড়ানো, কমানো একটি চলমান প্রক্রিয়া। এটা কখনো বাড়বে, কখনো কমবে। প্রয়োজনে বাড়তেও পারে আবার।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তবে সরকার এ সিদ্ধান্ত গ্রহণের আগে যারা সঞ্চয়পত্র কিনেছেন তাদের বেলায় এ বিধি প্রযোজ্য হবে না বলে জানানো হয় প্রজ্ঞাপনে। নতুন করে যারা সঞ্চয়পত্র কিনবেন তাদের বেলায় এটি প্রযোজ্য হবে। অবশ্য আগে কেনা সঞ্চয়পত্রের মেয়াদশেষে নতুন করে বিনিয়োগ করতে গেলে নতুন নিয়মেই করতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।  

এদিকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা ও নিয়ন্ত্রণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র নিয়ে ব্যবসা করছে। সুতরাং সংশ্লিষ্টদের দায় নিতে হবে। এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে হবে। 

তিনি বলেন, এরা মানুষকে সব সময় ঠকায়। তবে ঠকানোর ধরন ভিন্ন। আগে এরা (ই-কমার্স প্রতিষ্ঠান) ম্যানুয়ালি ঠকাতো, এখন ডিজিটালি ঠকাচ্ছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। যাতে করে এই ধরনের প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতারণা না করতে পারে।

সরকারি অফিস বিকেন্দ্রীকরণ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ঢাকায় মানুষের চাপ বাড়ছে। পড়ালেখাসহ নানা কারণে আমরাও এক সময় ঢাকায় আসি। তবে সরকার গ্রামের দিকে নজর দিচ্ছে। গ্রামে শহরের সুবিধা বৃদ্ধির জন্য নানা ধরনের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। আমার বিশ্বাস এক সময় মানুষ আর শহরমুখী হবে না। গ্রামে শহরের সব সুবিধা তৈরি হবে। সরকার গ্রামকে শহরে রুপ দিতে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে।