ঢাকা Wednesday, 24 April 2024

অনলাইন রিটার্ন জমায় আবারো শ্রেষ্ঠ কুমিল্লা

স্টার সংবাদ

প্রকাশিত: 20:04, 21 September 2021

অনলাইন রিটার্ন জমায় আবারো শ্রেষ্ঠ কুমিল্লা

চলতি বছর ২০২১ সালের আগস্ট মাসে আবারো অনলাইন রিটার্ন জমায় শীর্ষস্থান অর্জন করেছে কুমিল্লা ভ্যাট কমিশনারেট। এ নিয়ে টানা দ্বাদশবার কুমিল্লা এ কৃতিত্ব দেখাল। 

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে সারাদেশে ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে প্রতিযোগিতায় এবারো দ্বিতীয় স্থানে আছে যশোর ভ্যাট কমিশনারেট।

করোনা মহামারির ভয়াল থাবাও কুমিল্লা কমিশনারেটের এগিয়ে চলার গতিকে শ্লথ করতে পারেনি। তবে নানান মাত্রার মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে অনলাইন রিটার্ন জমায় দ্বাদশবারের মতো প্রথম স্থান ধরে রাখা। 
গত অর্থবছরের শেষ মাসে ৮০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় কুমিল্লা ভ্যাট কমিশনারেট।

এদিকে কুমিল্লার এ নতুন জাগরণ ও সাফল্যকে আশাতীত ও নজিরবিহীন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উপর্যুপরি ১২ বার অনলাইন ভ্যাট রিটার্ন জমায় সাফল্যকে ‘চমক’ হিসেবে দেখছে এনবিআর।

কুমিল্লা ভ্যাটের কর্মকর্তারা জানিয়েছেন, কথায় নয়, কাজে প্রমাণ করে দেখিয়েছে কুমিল্লা কাস্টমস ও ভ্যাট কমিশনারেট। অর্থবছরের শুরুতে ‘মুজিববর্ষে ব্যতিক্রম সেবা’র প্রাধিকার পরিকল্পনা প্রণয়ন করে কুমিল্লা কাস্টমস টিম। ধারাবাহিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারাদেশে করোনাকালে সরকারি অফিসগুলোর অনুপ্রেরণার বাতিঘর হয়ে ওঠে কমিশনারেট। সম্প্রতি রাজস্ব সভায় এনবিআর চেয়ারম্যান কুমিল্লা টিমের কর্মকাণ্ডের প্রশংসা করে ধন্যবাদ জানান।