ঢাকা Monday, 09 September 2024

বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব গার্মেন্টস

স্টার সংবাদ

প্রকাশিত: 10:41, 5 August 2024

আপডেট: 14:18, 5 August 2024

বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব গার্মেন্টস

চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব তৈরি পোশাক কারখানা (গার্মেন্টস) বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

রোববার (৪ আগস্ট) বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিএমইএর সভাপতি এসএম মান্নান কচির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক-কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

এদিন বিকেলে সোম, মঙ্গল ও বুধবার, অর্থাৎ ৫ থেকে ৭ আগস্ট, তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এদিকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ১৪ পুলিশ সদস্যসহ ৯৩ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।