ঢাকা Monday, 09 September 2024

সোমবার থেকে তিনদিন ব্যাংকও বন্ধ 

স্টার সংবাদ

প্রকাশিত: 18:28, 4 August 2024

সোমবার থেকে তিনদিন ব্যাংকও বন্ধ 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে বুধবার (৭ আগস্ট) পর্যন্ত তিনদিন দেশের সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এই তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। 

রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকারের নির্বাহী আদেশে সারাদেশে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় দেশে প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনা ঘটেছে রোববার। এদিন বিশেষ করে দুপুর থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় সংঘাত-সংঘর্ষ। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। 

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ থাকবে।