ঢাকা Friday, 29 March 2024

রেস্তোরাঁ খুলে দেয়ার দাবি মালিকদের

স্টার সংবাদ

প্রকাশিত: 20:01, 2 August 2021

আপডেট: 20:03, 2 August 2021

রেস্তোরাঁ খুলে দেয়ার দাবি মালিকদের

করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত চলমান লকডাউন আগামী ৫ আগস্ট শেষ হচ্ছে। এরপরই জীবন-জীবিকা বাঁচাতে আগামী শুক্রবার (৬ আগস্ট) থেকে সব ধরনের রেস্তোরাঁ খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

সোমবার (২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি জানান তারা। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেন।

তিনি বলেন, করোনার কারণে দীর্ঘদিন ধরে হোটেল-রেস্তোরাঁ বন্ধ। এর আগেও বিভিন্ন সময়ে রেস্তোরাঁ বন্ধ ছিল। এতে হোটেল-রেস্তোরাঁর সঙ্গে জড়িত প্রায় সবার জীবনই স্থবির হয়ে গেছে।

ইমরান হোসেন বলেন, একদিকে প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, কোনো আয় নেই। অন্যদিকে নিয়মিত দোকান ভাড়া পরিশোধ করতে হচ্ছে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে হচ্ছে। এতে মালিকরা বেশ ক্ষতির মুখে পড়েছেন। সবমিলে লকডাউনে ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

তাই হোটেল-রেস্তোরাঁ খুলে দিতে সরকারের প্রতি আবেদন জানান ব্যবসায়ীরা।

এর আগে রোববার (১ আগস্ট) রাজধানীর নিউমার্কেটে দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী শুক্রবার (৬ আগস্ট) থেকে সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণি বিতান খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির নেতারা দাবি করেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ১৭ মাসের মধ্যে ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। এ সময়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির ৫৩ লাখ ৭২ হাজার ৭১৬টি দোকানের ক্ষতির পরিমাণ দুই লাখ ৭০ হাজার কোটি টাকা। এছাড়া বাংলাদেশ বস্ত্র ব্যবসায়ী সমিতির দেড় লাখ দোকানের ক্ষতি ২০ হাজার ৫০০ কোটি টাকা, বাংলাদেশ টাইলস ব্যবসায়ী সমিতির ১২ হাজার দোকানের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা। বাকি ক্ষতি হয়েছে অন্য ছয়টি সমিতির।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। দোকান বন্ধ। তাদের আয়ও বন্ধ। তাদের জীবন এখন থমকে গেছে। তাই সরকারের প্রতি আমরা আবেদন করেছি এসব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার।

এ সময় আরো উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রফিউজ্জামান, বাংলাদেশ টাইলস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বেলালসহ অন্যরা।

করোনা সংক্রমণরোধে সরকার গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণা দেয়। তবে ঈদুল আজহার জন্য ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়। এরপর আবার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার। তবে ১ আগস্ট থেকে কারখানা খুলে দেয়া হয়েছে।