
সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সুবিধাদানের পরও রেমিট্যান্স প্রবাহ কমছে। সদ্য সমাপ্ত আগস্টে প্রবাসী আয় ব্যাপক কমেছে। গত মাসে বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলে তা দেশে এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। গত ৬ মাসে যা সর্বনিম্ন।
রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, খোলাবাজারে ডলারের দাম বেশি থাকলে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানো বেড়ে যায়। ফলে প্রবাসী আয় হ্রাস পায়।
আলোচ্য মাসে ব্যাংকের চেয়ে খোলাবাজারে ডলারের দর ৫ থেকে ৬ টাকা বেশি ছিল। তাই বেশি লাভের আশায় আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী আগস্টে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার। ২০২২ সালের একই মাসের তুলনায় যা ৪৩ কোটি ৭৪ লাখ ডলার কম। যে হার ২১ দশমিক ৪৭ শতাংশ। গত বছরের আগস্টে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার।
চলতি বছরের জুলাইয়ের চেয়েও আগস্টে প্রবাসী আয় কমেছে। আগের মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ডলার। অর্থাৎ জুলাইয়ের তুলনায় গত মাসে ৩৭ কোটি ৩৭ লাখ ডলার কম এসেছে। যে হার ১৮ দশমিক ৯৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আগস্টে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৩১ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৩৯ লাখ ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকে মাধ্যমে ১৩৭ কোটি ৬০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬৩ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স পৌঁছেছে।
গত ২০২২-২৩ অর্থবছরে দেশে মোট প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ডলার। আগের অর্থবছরে যা ছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। দেশের ইতিহাসে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।
রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ জুগিয়ে যাচ্ছে তারা। সেবার বিনিময়ে রেমিট্যান্স আনতে ফরম সি পূরণের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া উদ্যোক্তা ও রপ্তানিকারকদের পূর্ব ঘোষণা ছাড়াই ২০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আনার সুযোগ দেয়া হয়েছে।
এছাড়া ওয়েজ আর্নার্স রেমিট্যান্সের বিপরীতে ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা, অর্থ প্রেরণকারীদের সিআইপি সম্মাননা, বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজ, অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ও গৃহায়ন অর্থায়ন সুবিধা, আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরকে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে উদ্বুদ্ধ এবং ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসগুলোর চার্জ ফি মওকুফ করা হয়েছে। তবু রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে না।