ঢাকা Thursday, 25 April 2024

প্রস্তাবিত নতুন বাজেট: সবচেয়ে বেশি বরাদ্দ ১০ মেগা প্রকল্পে

অর্থ-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: 11:28, 2 June 2023

প্রস্তাবিত নতুন বাজেট: সবচেয়ে বেশি বরাদ্দ ১০ মেগা প্রকল্পে

ফাইল ছবি

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি অর্থায়ন বৈদেশিক ঋণ মিলিয়ে আগামী এক বছরের উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা। বিশাল উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎ শিক্ষা খাতে। এডিপির উল্লেখযোগ্য অংশ খরচ হবে সরকারের মেগা প্রকল্পগুলোয়, যার পরিমাণ ৬০ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার ( জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী মুস্তফা কামাল তথ্য জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এবার সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া ১০ মেগা প্রকল্পে বাজেটের পরিমাণ দাঁড়াচ্ছে ৬০ হাজার কোটি টাকা। বরাদ্দে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। দেশের প্রথম একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি বরাদ্দ পেয়েছে হাজার ৭০৭ কোটি টাকা। জানা যায়, বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ ২০১৭ সালের নভেম্বরে শুরু হয়। এর কাজ শেষ হলে বাংলাদেশও পরমাণু শক্তি ব্যবহারকারী দেশ হয়ে উঠবে।

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে মাতারবাড়ী (৬০০ মেগাওয়াটের দুটি ইউনিট) আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প (১ম সংশোধিত) প্রায় হাজার ৮১ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-) প্রায় হাজার ৫৮৬ কোটি টাকা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প বরাদ্দ পেয়েছে প্রায় হাজার ৮৭০ কোটি টাকা। এর মাধ্যমে উত্তরবঙ্গ ময়মনসিংহ বিভাগের পরিবহন অতি সহজে ঢাকায় প্রবেশ করতে পারবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বরাদ্দ পেয়েছে প্রায় হাজার ৫০০ কোটি টাকা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) প্রকল্প বরাদ্দ পেয়েছে প্রায় হাজার ৪৯৯ কোটি টাকা। ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট (পিএফডি) প্রকল্প বরাদ্দ পেয়েছে প্রায় হাজার ৬৯৬ কোটি টাকা, ঢাকা ম্যাস ্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-) প্রকল্প বরাদ্দ পেয়েছে প্রায় হাজার ৯১১ কোটি টাকা।

ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প বরাদ্দ পেয়েছে প্রায় হাজার ৭৭৮ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ ছিল হাজার ৮৫০ কোটি টাকা। বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে দশমিক কিলোমিটার দৈর্ঘ্যের রেলসেতুর অনেকটা দৃশ্যমান হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। জাইকা প্রকল্পে ঋণ দিচ্ছে। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ সম্প্রসারণ বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমাতে যমুনা নদীর ওপর এই রেলসেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এটি চালু হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ২২টি জেলার ট্রেন চলাচল সহজ হবে। একইসঙ্গে আন্তঃএশিয়া রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করবে সেতুটি। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৮টি ট্রেন চলাচল করছে। নতুন সেতুটি চালু হলে ৮৮টি ট্রেন চলাচল করবে। ২০২৪ সালের আগস্টের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।

আর ঢাকা ম্যাস ্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-) প্রকল্প বরাদ্দ পেয়েছে প্রায় হাজার ৪২৫ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

এসময় তিনি বলেন, অবকাঠামো সামাজিক খাতে দ্রুত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সরকার পিছিয়ে পড়া অঞ্চলগুলোর শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে এডিপিতে বিশেষ বরাদ্দ দিচ্ছে।