ঢাকা Thursday, 25 April 2024

হঠাৎ লাফিয়ে কমল ডিমের দাম

স্টার সংবাদ

প্রকাশিত: 00:50, 2 December 2022

হঠাৎ লাফিয়ে কমল ডিমের দাম

হঠাৎ লাফিয়ে কমেছে ডিমের দাম। খুচরা বাজারে এক মাস আগেও ডিমের হালি ছিল ৫০ টাকা। সম্প্রতি হালিতে ১০ টাকা কমেছে। প্রতি ডিমে আড়াই টাকা কমে ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। যা আগে ছিল ডজনপ্রতি ১৫০ টাকা। অর্থাৎ এক লাফে ৩০ টাকা কমেছে ডিমের দাম।

ব্যবসায়ীরা বলছেন, গত দুই সপ্তাহ ধরে ডিমের দাম কমেছে। বাজারে ডিমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোনো সংকট নেই।

রাজধানীর পাইকারি ব্যবসায়ীরা জানান, শীত আসায় ডিমের চাহিদা কিছুটা কমেছে। চাহিদা কম থাকায় ডিমের দামও কমেছে। দাম বেশি থাকায় খামারিরা মুরগি পালনে ঝুঁকেছেন। এতে বাজারে ডিমের সরবরাহ বেড়েছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সূত্র জানায়, এক মাসের মধ্যে ডিমের দাম ১৯.৫৯% কমেছে। ঢাকায় বাজারভেদে ডিম বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা হালি। যা গত মাসে ছিল ৪৭ থেকে ৫০ টাকা।