ঢাকা Friday, 19 April 2024

পাম অয়েল ও চিনির দাম বেঁধে দিল সরকার 

স্টার সংবাদ

প্রকাশিত: 00:39, 23 September 2022

পাম অয়েল ও চিনির দাম বেঁধে দিল সরকার 

দেশে পাম অয়েল ও চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে সরকার নির্ধারিত নতুন দামের কারণে পাম অয়েলের দাম প্রতি লিটারে কমেছে ১২ টাকা এবং প্রতি কেজি চিনিতে ছয় টাকা। 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, পাম অয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা প্রতি লিটার। অন্যদিকে প্রতি কেজি খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা এবং প্যাকেটজাত চিনির ৮৯ টাকা।

এর আগে প্রতি লিটার পাম অয়েল বিক্রি হতো ১৪৫ টাকায়। নতুন সিদ্ধান্ত অনুসারে, মিলগেটে প্রতি লিটার পাম অয়েলের দাম ধরা হয়েছে ১২৮ টাকা এবং পরিবেশক মূল্য ১৩০ টাকা। 

এদিকে গত বছর ৯ সেপ্টেম্বর সর্বশেষ চিনির দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়।