ঢাকা Saturday, 20 April 2024

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াতে চান মিল মালিকরা

স্টার সংবাদ

প্রকাশিত: 02:56, 8 August 2022

আপডেট: 02:56, 8 August 2022

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াতে চান মিল মালিকরা

ফাইল ছবি

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মিল মালিকরা। এ সংক্রান্ত একটি আবেদন গত বৃহস্পতিবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

প্রসঙ্গত, সরকার ভোজ্যতেলের দাম কমানোর ১৫ দিনের মাথায় এমন আবেদন করলেন মিল মালিকরা।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয়া ওই আবেদনে সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর দাবি জানানো হয়েছে।  

রোববার (৭ আগস্ট) মিল মালিক সমিতির সচিব নুরুল ইসলাম মোল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের আমদানি মূল্যে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। তেল কিনতে এখন প্রতি ডলারের জন্য ১১০ টাকারও বেশি খরচ করতে হচ্ছে। ডলারের মূল্য বৃদ্ধি বিবেচনায় দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

অবশ্য তিনি আরো জানান, বিশ্ব বাজারে এখন প্রতি টন অপরিশোধিত ভোজ্যতেলের দাম ১৬০০ ডলারে স্থিতিশীল রয়েছে। 

মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই বিশ্বে ভোজ্যতেলের বাজার অস্থির হয়ে ওঠে। তিন মাস আগে অপরিশোধিত তেলের দাম প্রতি টন ১৯০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দেশের বাজারেও সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি লিটার ২০০ টাকার ওপরে উঠে যায়।

চলতি বছরের প্রথম ভাগে যুদ্ধ শুরুর আগে-পরে বাংলাদেশেও কয়েক দফায় বাড়ানো হয় ভোজ্যতেলের দাম। পরবর্তীকালে দাম কমে আসায় গত ১৭ জুলাই প্রতি লিটার তেলের দাম ১৪ টাকা করে কমানো হয়। ফলে দেশে এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৬ টাকায় এবং পাম অয়েল ১৫২ টাকায়।

এদিকে মিল মালিকদের প্রস্তাব এখনো পাননি বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ. কে. এম আলী আহাদ খান। 

সংবাদমাধ্যমকে তিনি বলেন, হয়তো তারা ট্যারিফ কমিশনে গিয়ে থাকতে পারে। এ ধরনের কোনো প্রস্তাব গেলে সেটা ট্যারিফ কমিশন হিসাব-নিকাশ করে দেখবে।