ঢাকা Tuesday, 23 April 2024

এক ধাক্কায় কেজিতে ২০ টাকা বাড়ল পেঁয়াজের দাম

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 20:40, 25 June 2022

এক ধাক্কায় কেজিতে ২০ টাকা বাড়ল পেঁয়াজের দাম

বাজারে পেঁয়াজের দাম কেজিতে এক ধাক্কায় বেড়েছে ২০ টাকা। দুদিন আগেও খুচরা বাজারে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ। এখন তার দাম উঠেছে ৫০ টাকায়। 

জানা গেছে, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলি বন্দরের খুচরা বাজারে দেশীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।  

এদিকে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শনিবার (২৫ জুন) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।  

হিলি বাজারের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। এ কারণেই দেশি পেঁয়াজের দাম কখনো বাড়ছে, আবার কখনো কমছে। 

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ইমপোর্ট পারমিট (আইপি) মেয়াদ শেষ হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতরের পর থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। এখন দেশি পেঁয়াজ বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে শুরু করছে। ঈদুল আজহার আগে দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।  

অবশ্য ব্যবসায়ীরা জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলেই দাম কমবে।