ঢাকা Saturday, 20 April 2024

বন্যাকবলিত এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

স্টার সংবাদ

প্রকাশিত: 21:48, 19 June 2022

বন্যাকবলিত এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

দেশের যেসব এলাকা বর্তমানে বন্যাকবলিত সেসব এলাকার সকল ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংক রোববার (১৯ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ অন্য কয়েকটি জেলায় নদনদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ব্যাংকের যেসব শাখা বা উপশাখায় বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেসব বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট শাখা–উপশাখার কার্যক্রম চালু করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে  জানা গেছে।