ঢাকা Friday, 19 April 2024

স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

স্টার সংবাদ 

প্রকাশিত: 01:55, 11 May 2022

আপডেট: 19:54, 11 May 2022

স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

বিশ্ববাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটে দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে এ দাম সমন্বয় করার কথা জানিয়েছে বাজুস। 

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটে সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৬ হাজার ৫৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম সোনা ৬ হাজার ২৬০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনা ৫ হাজার ৩৭০ টাকা এবং সনাতন সোনার দাম প্রতি গ্রাম পড়বে ৪ হাজার ৪৭৫ টাকা। 

এর আগে ২৫ এপ্রিল ঈদের আগে বাজারে ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ সময় ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৬ হাজার ৬৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৬ হাজার ৩৬০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ৪৫০ টাকা এবং সনাতন সোনার দাম ছিল প্রতি গ্রাম ৪ হাজার ৫৫০ টাকা।